নজরুল ইসলাম , শ্রীনগর ( মুন্সীগন্জ ): আনসার ভি ডি পির উদ্দোগে শ্রীনগর উপজেলায় কর্মরত অসহায় দুঃস্থ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মে শনিবার বেলা ১২ টায় শ্রীনগর কার্যালয় থেকে নারী পুরুষ সহ ৩০০ জন সদস্যকে এসব ত্রাণ সামগ্রী দেয়া হয়। এর মধ্যে ১৫০ জন মহিলা ও ১৫০ জন পুরুষ রয়েছে।
বিতরণ ব্যবস্থায় প্রতি প্যাকেটে রয়েছে ৮ কেজি চাল , ২ কেজি আলু , ১ কেজি ডাল , ১কেজি পেঁয়াজ ১লিটার সয়াবিন তৈল, ১ টি সাবান ও ১ টি মাস্ক। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভি ডি পি অফিসার লিমন। টি আই আবুল কালাম আজাদ, উপজেলা কোম্পানি কমান্ডার রাজু, জিন্নাত আলী, রাহেলা বেগম ও সাজেদ বেগম প্রমুখ।