যুক্তরাষ্ট্রের ভাজিনিয়া থেকে সাঈদ আলম টিটো: প্রবাসে অবস্থান করেও যে দুঃসময়ে মাতৃভ‚মির আর্ত মানুষের পাশে দাঁড়ানো যায়, তার নজির স্থাপন করেছেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সন্তান যুক্তরাষ্টের ম্যরিল্যান্ড প্রবাসী ড. সাদেক চৌধুরী। করোনার লকডাউন চলাকালীন উপজেলার ভাদেশ্বর এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের প্রায় একশ পরিবারের মধ্যে সম্প্রতি তিনি ত্রাণ সাহায্য প্রদান করেছেন। প্রতিটি পরিবারকে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক বোতল ভোজ্য তেল, দুই কেজি আলু ও একটি সেনিটাইজার সাবান দেয়া হয়েছে। পবিত্র রমজানে তিনি এই পরিবারগুলোকে আবারও সহায্য করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দুর্যোগ-দুর্বিপাকে আর্ত-পীড়িত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।