বিনোদন প্রতিবেদক: আহমেদ ইমতিয়াজ বুলবুল, যিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। সুরের মায়া কাটিয়ে চিরবিদায় নিয়ে চলে গেছে অনেক দূরে। তিনি বেঁচে না থাকলেও মৃত্যর আগে যে কাজ করে গেছেন তার কিছু এখনো প্রকাশ পায়নি। তেমনি একটি গান প্রকাশ পেল এই মে দিবসে।
মৃত্যুর আগেই শ্রমজীবী মানুষের প্রতি সহমর্মিতা ও ন্যায্য আচরণের আহ্বান জানিয়ে একটি গানে সুর করেছিলেন তিনি। ‘শ্রমিকের পাওনাটারে’ শিরোনামে এ গানটি লিখেছেন মাহবুবুল এ খালিদ।
গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি সলো, আরেকটি ডুয়েট। সলো ভার্সনটি গেয়েছেন রাফসান মান্নান। ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন রাফসান ও নওশীন তাবাসসুম স্মরণ। জানা গেছে, এরই মধ্যে গানটি গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।