শেখ রাসেল ফখরুদ্দীন, টংগিবাড়ী(মুন্সীগঞ্জ): টংগিবাড়ীতে শুক্রবার সকালে ১৪২ পরিবারের মাঝে রমজান উপলক্ষে মুরগীর মাংসসহ চাল,সয়াবিন তেল, মশুর ডাল, ছোলা, চিনি, সাবান বিতরণ করা হয়। টংগিবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের উদ্যোগে ধীপুর ইউনিয়ন ঐক্য তহবিলের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্ত ১৪২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা সহ এই অর্থ তহবিলে অংশ গ্রহণ করেন, চেয়ারম্যান, ধীপুর ইউনিয়ন পরিষদ,ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, আক্তার হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ রাজ্জাক বেপারি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নবীন কুমার রায়, বিশিষ্ট ব্যাবসায়ী আলী হোসেন, বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান, যুব লীগ নেতা কাজী শাহ আলম, আওয়ামী লীগ নেতা শাহেদ আলী মোল্লা, বিশিষ্ট শিল্পপতি সেলিম সারোয়ার, আওয়ামী লীগ নেতা মামুন বেপারি, যুব লীগ নেতা হাকিম মেম্বার, রংমেহার ওয়ার্ড আওয়ামি লীগ শেখ নুর ও আঃ আজিজ, সমাজ সেবক মনির সরদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম , সৌদি আরব প্রবাসী শামিম শিকদার, ছাত্র জানে আলম, নিরাপদ সড়ক চাই নেতা ওয়াহিদ মাল, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী কবির, প্রবাসী নুরে আলম প্রমূখ।