জয়পুরহাট প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে শ্রমিক সংকট দেখা দেওয়াতে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে শারিরিক নিরাপদ দূরত্ব বজায় রেখে “হ্যালো ছাত্রলীগ” পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দ্রি গ্রামের পলিন নামের এক প্রান্তিক কৃষকের ২ বিঘা জমির পাঁকা ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় ধান কাটায় অংশগ্রহন করে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি ও পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষসহ প্রায় ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা জানান, প্রধানমন্ত্রী বিপর্যস্ত কৃষকের পাশে দাঁড়াতে ছাত্রলীগকে নির্দেশ দিলে সারাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের ধান ঘরে তুলতে সহযোগিতা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় আজ জয়পুরহাটের বারোকান্দ্রীতে কাস্তে হাতে মাঠে নেমেছে ছাত্রলীগ।
প্রান্তিক কৃষক পলিন জানান, জয়পুরহাট জেলায় আলু চাষের কারনে বোরো ধান একটু দেড়িতেই চাষাবাদ শুরু হয়। তাই এ ধান কর্তন ও মাড়াই কার্যক্রমও দেড়িতে হয়। তবে বারোকান্দ্রি এলাকায় আলু চাষ তেমন এটা হয়না বিধাই এখানে সময় মতই ধান আবাদ হওয়ায় এ অঞ্চলের ধান পাঁকতে শুরু করেছে। কয়েকদিন আগে আমার ২ বিঘা জমির ধান পেঁকে গেছে। করোনা ভাইরাসের কারনে আশপাশের বিভিন্ন জেলা থেকে ধানকাটা শ্রমিক আসতে পারছেনা। তাই শ্রমিক না পেয়ে দুশ্চিন্তায় ছিলাম। পরে “হ্যালো ছাত্রলীগ” মোহাম্মদপুর ইউনিয়ন কমিটিতে ফোন দিলে তারাই এসে আমার ২ বিঘা জমির ধান কেটে দেয়। এই দূঃসময় ছাত্রলীগ তার ধান কেটে দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।