নিউজ ডেস্ক: পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মঙ্গলবার। দেশটির সরকারি তথ্য অনুসারে, ওই দিন দেশটিতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে করে পাকিস্তানে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২২ জনে। এর আগে পাকিস্তানে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ছিল ১৭ জন। দেশটির সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।
পাকিস্তান সরকারের তথ্য অনুসারে, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৩ জন। গত সপ্তাহ থেকে পাকিস্তানে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। সোমবার দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয় ৭৫১ জন। করোনা মোকাবিলায় পাকিস্তান সরকার বেশ কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছে। এসব হাসপাতালে কয়েক হাজার মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব।
গত সপ্তাহে পাকিস্তানের প্র্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, মে মাসের মাঝামাঝিতে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। সোমবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে তিনি বলেন, করোনা থেকে জনগণকে রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার মধ্যে ভারসাম্য আনতে হবে।
এপ্রিলের শুরুতে পাকিস্তানে বেশ কিছু অর্থনৈতিক খাত পুনরায় চালু করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হয়, ভাইরাসের চেয়ে বেকারত্বে বেশি প্রাণহানি হতে পারে। তবে লকডাউন শিথিল করার পাশাপাশি কিছু নির্দিষ্ট এলাকায় বিধিনিষেধ জোরদার করছে সরকার।