মো. নজরুল ইসলাম,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়ায় সাংবাদিক অধীর রাজবংশী ও সমাজ সেবক মো. রুমান বেপারীর উদ্যোগে ও বন্ধু মহলের সহযোগিতায় করোনা রোধে ৪৫০টি কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। বাঘড়া এলাকার বন্ধু মহলের মোতালেব, বায়েজিদ, সোহেল, কুদ্দুস, লিংকন, নিখিল, আজিম, কোরবান, শাহাদাত, রিংকু ও যাদব পোদ্দারের পরিচালনায় অসহায়দের বাড়িতে গিয়ে গত ২৪-২৬ এপ্রিল পর্যন্ত প্রত্যেক পরিবারকে চাল, আলু, ডাল, তেল, পিয়াজ, ছোলা, চিনি ও খেজুর দেওয়া হয়।
শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অধীর রাজবংশী জানান, আমাদের বন্ধু মহলের সার্বিক সহযোগিতায় বর্তমান পরিস্থিতিতে এলাকায় করোনা মোকাবেলায় অসহায় কর্মহারা পরিবারগুলো বাছাই করে নিজেদের সামর্থ অনুযায়ী ৪৫০টি পরিবারকে পর্যায়ক্রমে এই খাদ্য সহায়তা করা হয়। আমরা বন্ধু মহলের সদস্যরা রাতে রাতে অসহায়দের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে এই ধারা অব্যাহত থাকবে।