সুব্রত দাস রনক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে গভীর রাতে আগুনে ২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৮লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। গত সোমবার রাত ২টার পরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শত্রুতাবসত এ অগ্নিকান্ডের হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা এলাকার পূর্ব-ইছাপুরা গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুমন মিয়ার পরিত্যাক্ত দুই ঘরের কোন একটি থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে অন্য আরেক ঘরে ছরিয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় এক ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয় কিন্তু তাৎক্ষনিক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুমন মিয়ার পরিত্যাক্ত দুই ঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৮লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে। ভূক্তভোগী মৃত রোস্তম মিয়ার ছেলে মোঃ করিম মিয়া সাংবাদিকদের বলেন, কাজের মহিলা সেহরি রান্না করতে উঠে পরিত্যাক্ত ওই ঘরে আগুন ও ধোয়া দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন আমার বাড়ির সবাই জেগে উঠে দেখি আগুন জ্বলছে। আমার ঘড় ভেঙ্গে বিল্ডিং তোলার কারনে আমার ঘরের সব আসবাপত্র, ফার্নিচার ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুমন মিয়ার পরিত্যাক্ত দুটি ঘরে রেখেছিলাম কিছু দিনের জন্য। গত সোমবার কিভাবে যেন আগুন লেগে আমাদের সোফা,আলমারি,খাট,খুলে রাখা দুটি এসিসব পুড়ে ছাই হয়ে গেছে, শেষ করে দিয়েছে সব আসবাপত্র। ওই এলাকার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার বলেন, আগুনে মোঃ করিম মিয়ার প্রায় সারে ৮লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।