স্পোর্টস ডেস্ক: আবাহনী লিমিটেড হওয়ার আগে ক্লাবটির সাধারণ সম্পাদক ছিলেন নাজির হোসেন। ঐতিহ্যবাহী ক্লাবে অবদান রাখা এই মানুষটি আর বেঁচে নেই। অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত (রবিবার) মারা গেছেন নাজির হোসেন।
৭০ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া আবাহনীর সাবেক সাধারণ সম্পাদক রেখে গেছন স্ত্রী ও এক মেয়ে। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নাজির হোসেনের মৃত্যুতে আবাহনী লিমিটেডের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়রা গভীর শোক প্রকাশ করেছেন।