মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলায় ১জনের মৃত্যুর অভিযোগ তুলেছে রুগীর পরিবার। জানা যায় গতকাল ২ শে এপ্রিল ২০২০ সোমবার পাতানী খাতুন (৫০) নামে একজন মহিলা রুগী বেলা ১ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয়। পাতানী খাতুনের বাড়ী গাংনী উপজেলা ষোলটাকা গ্রামে মৃত ওহাব আলীর স্ত্রী। পাতানী খাতুন ৭ সন্তানের জননী।
পাতানী খাতুনের বড়ছেলের স্ত্রী বিলকিস খাতুন বলেন দপুরে আমার শাশুড়ী আমাদের নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত গাংনা হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসককে আমার শাশুড়ীর চিকিৎসার কথা বললে তিনি করোনা সন্দেহে দীর্ঘক্ষন যাবৎ চিকিৎসা না দিয়ে রুগীর কাছ থেকে দূরে সরে ছিলেন। অনেক অনুরোধ কাকুতি-মিনতি করার পর একজন চিকিৎসক এসে আমার শাশুড়ীকে কোনভাবে দেখে তারা কুষ্টিয়ায় রেফার্ড করেন। কুষ্টিয়া নেওয়ার আগে আমার শাশুড়ী মারা যায়। ডাক্তারের অবহেলার কারনে আমার শাশুড়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে।
এদিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম বলেন রুগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রুগীর আত্মীয়-¯^জনরা কুষ্টিয়াতে নিতে বিলম্ব করায় রুগী স্ট্রোকে মৃত বরন করে।
আরো জানা যায় প্রায় ১৫ দিন আগেও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চিকিৎসার অভাবে আরো এক রুগীর মৃত্যু হয়। তখনও মৃত ব্যক্তির পরিবার পক্ষ থেকে ডাক্তারের অবহেলার অভিযোগ উঠে এসেছিল।