36 C
Dhaka
Friday, January 15, 2021
No menu items!

সেই আলোচিত প্রেমের সম্পর্কের ইতি টানলেন নেইমারের মা

খেলাধুলা ডেস্ক: নিজের হাঁটু বয়সী এক ছেলের সঙ্গে প্রেম করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের মা নাদিন গন্সালভেস। তবে তাদের সেই আলোচিত প্রেম বেশিদিন স্থায়ী হলো না। মাত্র দুই মাস পরেই সম্পর্কের ইতি টানলেন নেইমারের মা।

৫২ বছর বয়সী নাদিন ১৪ দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন, ২৩ বছর বয়সী এক তরুণের সঙ্গে ডেটিংয়ে কথা। থিয়াগো রামোস নামের সেই ছেলেটি নাদিনের থেকে ২৯ বছরের ছোট।

তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, এক সময়ে স্পেনে ফুটবল খেলা রামোস বেশ কয়েকজন পুরুষের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন। আর নাদিনের সঙ্গে সম্পর্কের আগে তিনি তিনটি সমকামী বিয়েও করেছেন।

রামোসের সঙ্গে সম্পর্ক থাকা ইরিনালদো অলিভার নামের একজন এ ব্যাপারে বলেন, ‘সে সবসময়ই সমকামী ছিল এবং সে বয়স্ক নারীদেরও পছন্দ করতো।’ এদিকে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, এমন ঘটনা শোনার পর রামোসকে নেইমারের মা তার ঘর থেকে বের করে দিয়েছেন। রামোস এখন তার পরিবারের সঙ্গে আছেন।

এর আগে নেইমারের মায়ের এই সম্পর্ক প্রকাশ্যে আসলে বয়সে ছোট হলেও পিএসজি তারকা নেইমার অনুমোদন দেন তার মা নাদিন ও থিয়াগোর নতুন সম্পর্ককে। নিজের ইন্সটাগ্রামে ২৮ বছর বয়সী ফুটবল ফরোয়ার্ড মায়ের নতুন সম্পর্ককে শুভকামনা জানিয়ে লেখেন, ‘সুখি হও মা, তোমাকে ভালোবাসি।’

নেইমারের পিতার সঙ্গে নাদিনের ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে ২০১৬ সালে। এরপর থেকে একাই ছিলেন নেইমারের মা।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (কওমি ছাড়া) চলমান ছুটি ৩০ জানুয়ারি তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ...

নন্দীগ্রামে কোদালের আঘাতে চাচা খুনের ঘটনায় ভাতিজা গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে কোদালের আঘাতে চাচা খুনের ঘটনায় ভাতিজা আব্দুল মান্নান (৪০) গ্রেপ্তার হয়েছে। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় নন্দীগ্রাম...

শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ দায়ের

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধাওয়াগীরে সম্পত্তির দখল নিয়ে দ্বন্দ্বের প্রতিকার চেয়ে প্রতিকার চেয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় একটি...

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও মুখোশ সহ গ্রেপ্তার ৪

নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্র সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেজগাও-বাড়ৈগাও সড়কের...

পৌর নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার হস্তক্ষেপ করবে না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক: অতীতের মতো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...