খেলাধুলা ডেস্ক: করোনার ক্রান্তির শুরু থেকেই দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মতিঝিল পাড়ার অসহায় মানুষদের মাঝে এক বেলা খাবার বিতরণ করে আসছে বাফুফে। এবার রমজান উপলক্ষে প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় দুস্থদের খাবার সহায়তা দেবে সংস্থাটি। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
তিনি বলেন, আমরা প্রতিদিন ৩০০ মানুষকে খাবার দিতাম কিন্তু দিনে দিনে মানুষ বেড়েই চলেছে। তাই সামনে থেকে এর পরিমাণ আরো বাড়ানো হবে। পুরো রমজান জুড়েই এইভাবেই চলবে খাদ্য পরিবেশন।’