আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। শুক্রবার একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন এক হাজার ৯শ’ ৫১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো। করোনার এমন ভয়াবহতায় আতঙ্কিত, দেশটির সাধারণ মানুষসহ প্রবাসী বাংলাদেশিরা।
তবে করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সফলতা পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।