36 C
Dhaka
Monday, January 18, 2021
No menu items!

আতঙ্কের মাঝেই ব্যবসা প্রতিষ্ঠান খুলছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় মৃত্যু স্রোত থামাতে পারছে না বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে মৃত্যু ছাড়িয়েছে অর্ধলাখ। আর ওয়াল্ডোমেটের এর সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে গত শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১০ লাখ।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৬৪ জন। আর মারা গেছেন ১ হাজার ৯৫১ জন। করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও করোনার হানায় ব্যাপকভাবে বিপর্যস্ত।

এদিকে করোনা না কমলেও ব্যবসা-বাণিজ্যের কিছু অংশ গত শুক্রবার থেকে খুলে দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। জর্জিয়া, আলাস্কা ও ওকলাহোমা রাজ্যে সেলুনসহ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। যদিও সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্কে এখনও অর্থনীতি খুলে দেয়া হয়নি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত বেকার হয়েছে আড়াই কোটি লোক। এদের সবাই বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ফলে এতদিন যারা অর্থনীতিতে অবদান রেখেছেন তারাই এখন অর্থনীতির বোঝা হয়ে দাঁড়িয়েছেন। অর্থনৈতিক এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যে ব্যবসা-বাণিজ্যের কিছু অংশ খুলে দেয়ার পথে হাঁটছে। সূত্র: বিবিসি

সর্বশেষ

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাবের হটলাইন চালু

নিউজ ডেস্ক: জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু হচ্ছে RAB এর হট লাইন। সোমবার ( ১৭ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য...

ভারতের উপহারের ২০ লাখ ডোজ টিকা আসছে ২০ জানুয়ারি

নিউজ ডেস্ক: আগামী বুধবার (২০ জানুয়ারি) ভারত থেকে ২০ লাখ টিকা বাংলাদেশে আসবে। অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার দিচ্ছে। বিষয়টি...

আইনের শাসন সুসংহত করতে বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা রাখতে হবে

নিউজ ডেস্ক: সরকারি ও বিরোধী দল নির্বিশেষে জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি...

সংসদে যাদের নামে শোক প্রস্তাব আনা হলো

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সাবেক একজন ডেপুটি স্পিকার, সাবেক একজন মন্ত্রী, সাবেক দুজন প্রতিমন্ত্রী, সাবেক নয়জন সংসদ সদস্যদের নামে শোক...

হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে...