36 C
Dhaka
Thursday, January 21, 2021
No menu items!

দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে দিল আওয়ামী লীগ-ছাত্রলীগ

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় এ বছর বোরো ফলন সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তার উপর রয়েছে বৈরী আবহাওয়ার শঙ্কা। তবে সংকটময় সময়ে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সংগঠনগুলো কৃষকের ধান কেটে দিল।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রাজাপুর গ্রামে শাহাব উদ্দিনের ২০ ডিং জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

অসহায় দরিদ্র কৃষক শাহাব উদ্দিন জানান, করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এমন সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে অন্য জেলা থেকে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা। ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিক ও টাকার অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। এজন্য অসহায় কৃষকদের পাশে আমি থাকবো এবং তাদের যে কোন সহায়তা প্রয়োজন হলে তখনই তা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটি গ্রামের কৃষক লিটন মিয়া-(৫০) এর এক কানি (৩০ শতক) জমির ধান কেটে বাড়িতে পৌছেদেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা। জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকা থেকে শুক্রবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

পানছড়ি ছাত্রলীগের নেতাকর্মীরা বলেছেন, দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে কৃষকের দুশ্চিন্তা দূর করতে মাঠে থাকবে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা। যেখান থেকে ধান কেটে দেয়ার কথা জানানো হবে সেখানে গিয়ে কর্মীরা ধান কেটে দিবে কৃষকদের।

সাতক্ষীরা বকচরা বিলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন ও যুবলীগের আহ্বায়ক আব্দল মান্ননের নেতৃত্বে একদল কর্মী অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। অপরদিকে সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে একদল কর্মী আলিপুরে এক কৃষকের দুইবিঘা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

গোপালগঞ্জে কৃষকের পাকা ধান কাটা অব্যাহত রেখেছেন ছাত্রলীগ নেতাকর্মী। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম ও করপাড়া এলাকার ৩ কৃষকের ধান কেটে দিলো গোপালগঞ্জ সদর উপজেলা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা।

সর্বশেষ

‘আমেরিকানদের আস্থা ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য’

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথগ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে তাঁর প্রশাসন। বাইডেন প্রশাসনের হয়ে স্থানীয় সময়...

শপথ নেওয়ার পর পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন বাইডেন

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। শপথগ্রহণের পর স্থানীয় সময় বুধবার...

বাইডেন-কমলাকে অভিনন্দন জানিয়ে বিশ্বনেতাদের টুইট

নিউজ ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু হলো জো বাইডেনের। তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গী হয়েছেন কমলা...

লেখক আশরাফ আবুল-ইয়াজিদ

• আশরাফ আবুল-ইয়াজিদ, মিশরের জন্ম ১৩ মার্চ, ১৯৬৩• সম্পাদক ইন চিফ, সিল্ক রোড লিটারিচার সিরিজ• সাংস্কৃতিক সাংবাদিকতায় ৩০ বছর ধরে কাজ করছেন,...

মেহেরপুরে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সিভিল সার্জন এর...