নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে সংকটে থাকা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। রমজান মাসকে সামনে রেখে বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলাবুট, ১ কেজি লবন, ১ কেজি মুসুরি ডাল, করোনা ভাইরাস প্রতিরোধক বিশেষ ধরনের এন্টিসেপটিক সাবান। এবিষয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বাংলাদেশেও সংকট সৃষ্টি করেছে। এ সংকট উত্তরণে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক কল্যাণে অসহায়, কর্মহীন মানুষ বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার যারা অতি কষ্টে দিনাতিপাত করছেন, যারা ত্রাণ সামগ্রী চাইতে পারেন না তাদের পাশে সহায়তা সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটিও।
আলেম ওলামা, মটরচালক লীগ, মহিলা শ্রমিকলীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকওট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ১ হাজার ৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর বিতরণকালে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দফতর সম্পাদক সায়েম খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, প্রফেসর এম কামরুজ্জামান, আখলাকুর রহমান মাইনু, হারুন অর রশীদ, আকাশ জয়ন্ত, নুরুল হক সজীব, শেখ আতিকুর রহমান সুমনসহ অন্যানরা।