বিনোদন ডেস্ক: মরণঘাতি করোনাভাইরাস আতঙ্কে গৃহবন্দি এখন সবাই। দেখা সাক্ষাৎ বলতে ভরসা ভিডিও কল। সকলেই প্রিয়জনদের সঙ্গে ব্যস্ত থাকছেন ভিডিও কলে। বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তও তাদের দলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এই অভিনেত্রী ভিডিও কলের একটি ছবি শেয়ার করেছেন। কিন্তু ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিটিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা। কারণ, তিনি যে শাহরুখ খান!
রাখি ইনস্টাগ্রামে এমনই একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি শাহরুখের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলছেন। স্ক্রিনশটের ক্যাপশনে তিনি মানুষকে সাহায্য করার জন্য শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে মাঝরাতে শাহরুখ যে রাখির সঙ্গে ভিডিও চ্যাট করেননি, তা ভক্তদেরকে না বললেও তারা বুঝে গেছেন। তাই স্ক্রিনশট শেয়ার করার পরেই নেটিজেনদের কটাক্ষ ও হাসাহাসির শিকার হন বলিউডের এই আইটেম বোম্ব। তুমুল ট্রোলের মুখে পড়েছেন তিনি।
বলিউডে রাখি বিতর্কের রানি হিসেবে পরিচিত। নানা কাজ করে ও কথা বলে মাঝে মাঝেই তিন বিতর্ক ছড়ান। সেজন্যই ভক্তদের বুঝতে বাকি নেই যে, স্রেফ আলোচনায় আসার জন্যই এই স্ক্রিনশট তৈরি করেছেন রাখি।