আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাস গণতন্ত্রের জন্য নয়া চ্যালেঞ্জ। এই ভাইরাস মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জার্মানির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এ কথা বলেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
জার্মানিতে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে পরবর্তী ধাপের বিপদ অত্যন্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করতে হবে বলে দেশটির নাগরিকদের জানিয়েছেন তিনি। সংসদে দেয়া ভাষণে মার্কেল বলেন, এটি ভাইরাসের শেষ পর্ব নয়, শুরু মাত্র। আরও দীর্ঘ সময় ধরে আমাদের করোনার সঙ্গে লড়াই করতে হবে।
তিনি আরো বলেন, আমি জানি, বিধি-নিষেধগুলো কঠিন। এটা গণতন্ত্রের জন্যও চ্যালেঞ্জ। করোনা আমাদের গণতান্ত্রিক অধিকার সীমিত করে ফেলেছে। তবে এটা অত্যন্ত চমৎকার যে, মানুষ পরস্পরের প্রতি বেশ সহমর্মিতা দেখাচ্ছে।
এমন ভাষণের পর পার্লামেন্টে মার্কেলের বেশ প্রশংসা করেন এমপিরা। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগে মার্কেল বলেন, আমাদের জনগণ এবং তাদের জীবনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে, ইউরোপে চলমান করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক ভিডিও সম্মেলনে যোগ দেবেন অ্যাঞ্জেলা মার্কেল।
ইউরোপের বিভিন্ন দেশ করোনা মোকাবিলায় হিমশিম খেলেও জার্মানিতে সেই চিত্র কিছুটা ভিন্ন। জার্মানিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৬৬ জন। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩০০ জন। এছাড়া মারা গেছেন ৫ হাজার ৩১৫ জন। সূত্র: বিবিসি।