স্পোর্টস ডেস্ক: এখন পর্যন্ত করোনা প্রতিকারে কোনো ওষুধ বাজারে আসেনি। টিকা তো দূরের কথা, দিনরাত নিরলস চেষ্টা করেও কোনো ওষুধ আবিষ্কার করতে পারছেন না চিকিৎসা বিজ্ঞানীরা। এমতাবস্থায় প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধের উপায় ঘরবন্দি থাকা। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা। যেন কেউ কারো সংস্পর্শে না আসেন।
করোনার প্রকোপ থেকে বাঁচার বিষয়টি আরেকবার স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার কোভিড-১৯ থেকে বাঁচার উপায়ের ওপর গুরুত্বারোপ করে ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে পোস্ট দিয়েছেন তিনি।
হালকা ছন্দ মিলিয়ে উত্তরাধুনিক কবিতার ধাঁচে স্ট্যাটাসটি দিয়েছেন ম্যাশ। এতে ক্রীড়ামোদীদের প্রিয় তারকাদের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আবারও তাদের নিজ নিজ খেলায় ফিরতে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন ক্রিকেটার কাম রাজনীতিবিদ।
তবে সবকিছু স্বাভাবিক না হলে অদূর ভবিষ্যতে খেলা মাঠে গড়াবে না। প্রিয় তারকাদের জাদুও দেখা হবে না ক্রীড়াপ্রেমীদের। তাই সবাইকে আরও একবার ঘরে নিরাপদে থাকতে বলেছেন মাশরাফি।
নড়াইল-২ সংসদ সদস্যের মতে, এ সময়ে অর্থাৎ দেশের ক্রান্তিকালে খেলার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা হলো ঘরে থাকা এবং অন্যকে নিরাপদ রাখা। তাহলেই আবার মেসি, রোনাল্ডো, কোহলি, ফেদেরারদের ম্যাজিক দেখার সৌভাগ্য হবে।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন- এ ছোট্ট কাজটি করতে তাই সবাইকে অনুরোধ করেছেন মাশরাফি। তার স্ট্যাটাসেই সেই আর্জি ফুটে উঠেছে। তিনি লিখেছেন-
মেসি, রোনালদো, বেল
বিরাট, রুট, উইলিয়ামসন
ফেদেরার, নাদাল, জোকোভিচ
ভাই, এটা শুধুই একটা খেলা
কোভিড-১৯ জীবনের আসল খেলা এখন
সৃষ্টিকর্তা দয়া করে আমাদের বাঁচান
আশা করি, সব তারকা আবার নতুন উদ্যমে ফিরবেন
আর সবাই তাদের খেলা উপভোগ করবেন
সেই সঙ্গে বুঝবেন, খেলার চেয়েও বড় কিছু এটা
ঘরে থাকুন, নিরাপদ থাকুন।