36 C
Dhaka
Tuesday, January 19, 2021
No menu items!

লকডাউন ও বোবা আলো

শুভ আহমেদ
গোলির দুপাশ দিয়ে বেড়ে উঠেছে পাহাড়ের মতো উঁচু উঁচু দালান। দালান গুলো যেনো একেকটা নির্জীব পড়ে আছে দিন দুপুরে বন্ধ জানালা আর শূন্য বেলকনি নিয়ে।

অই বেলকনিতে সন্ধ্যা এলে বোবা আলো জ্বলছে, জ্বলছে ল্যাম্পপোস্টও।

একটি কুকুর টান টান হয়ে পড়ে আছে সে আলোর নিচে। ওর নাম ভুতো। এই সোসাইটির কেউ একজন এই নাম দিয়েছিল তাকে। সে বেশ আগেকার কথা। সেই যে শিশু ভুতো কোনো মনুষ্যের পিছু ধরে এসেছিল এই গোলিতে আর অন্যত্র যাওয়া হয়নি কখনো। আজ পর্যন্ত এভাবেই আছে সে। আছে এই শহরের ঘর গুলো আবার খোলবার প্রার্থনায়, আবার খাবার পাওয়ার প্রার্থনায়, আবার কেউ একজন হাত দেখিয়ে বলবে, ‘ভুতো !, নে !, নে!, ভুতো !,’ এই প্রার্থনায়।

যেই ফর্সা মেয়েটি নয়টা পাঁচটা অফিস করে বিস্কুট দিতো গোলির মাথা হতে বাড়ি আব্দি। বলতো, ‘এই দেখ আজও তোর জন্য কী এনেছি, দেখ !, দেখ !, ‘

সেও হয়তো আসবে, যে চলে গেছে।

গত সম্পাহের এক রাতে যখন স্ট্রেচারে শোয়া অই ফর্সা মেয়েটি একবার ভুতোকে দেখেছিল ;
ভুতোও দেখেছিল মেয়েটির বুক কেমন বারবার দালানের মতো পাহাড় হয়ে ভেঙে পড়ার দৃশ্য।
এরপর একটি সাদা রঙা গাড়ি লাল-নীল দুঃখ, কষ্টের আলো ছড়িয়ে মুহূর্তেই হারিয়ে গিয়েছিল

সর্বশেষ

প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: ভারত সরকারের উপহারের ২০ লাখ টিকা আগে এলে আগেই বিতরণ শুরু হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় টিকাদান কর্মসূচি শুরু হবে,...

দেশে করোনা ভাইরাসে আরও ২০ জনের প্রাণহানি, শনাক্ত ৭০২

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার...

‘দ্রুত স্কুল খুলে দেয়ার পক্ষে ৭৫ শতাংশ শিক্ষার্থী’

নিজস্ব প্রতিবেদক: ৭৫ শতাংশ শিক্ষার্থী দ্রুত স্কুল খুলে দেয়ার পক্ষে সম্মতি জানিয়েছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শিক্ষাকার্যক্রম চালানোর...

সাম্প্রদায়িক শক্তি দেশের ঐতিহ্য নষ্ট করতে চায়: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক: স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িক শক্তি দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ...

কাউনিয়ায় তিস্তার চরে মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় তিস্তা নদী বেষ্ঠিত চরাঞ্চলসহ বিভিন্ন গ্রাম ইতি মধ্যে মরিচের গ্রাম নামে পরিচিতি পেয়েছে। সেই সাথে...