36 C
Dhaka
Saturday, January 23, 2021
No menu items!

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে মৃতব্যক্তির লাশ দাফন করলো ৩ কর্মকর্তা

মোঃ ইসমাইল হোসেন জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুর ২৫০ শজ্যা জেনারেল হাসপাতালে ইদ্রিস শাহ (৫০) করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুর পর বুধবার মুজিবনগর ভবেরপাড়া গ্রামে তার জানাযা ও দাফন কার্য নিয়ে চলে ব্যপক তাল-বাহানা।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কেউ মৃত বরণ করলে তার জন্য ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ সদস্যর একটি কমিটি করা হয়েছে। উক্ত কমিটির ৫ সদস্য আলেমকে ডাকেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ জন আলেমকে মৃত ইদ্রিস শাহর জানাযা ও দাফন কার্য করতে বললে ৫ জন আলেম ইদ্রিস শাহর করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত বরণ করার কথা শুনে তারা জানাজা ও দাফন কার্য করতে অপারগতা প্রকাশ করে দ্রুত স্থান ত্যাগ করে পলায়ন করেন।

অবশেষে মুজিবনগর নির্বাহী কর্মকর্তা মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি (ডিসি) মহোদয়ের সাথে আলোচনা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজানুর রহমান এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম একমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনজন একসাথে ইদ্রিসের লাশ দাফনের জন্য যাত্রা শুরু করে। জানাজা পড়ানোর জন্য তারা নিজেরাই প্রস্তুতি নিচ্ছেন এমন সময় শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গোপালনগর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম এসে জানাজা পড়ানোর দায়িত্ব নেন।

পরবর্তীতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজানুর রহমান এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেমসহ স্থানীয় ৫ জন যুবক মিলে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা ও দাফন কার্য সমাপ্ত করে।

সর্বশেষ

আমরা লোকজনকে অভুক্ত থাকতে দিতে পারি না: বাইডেন

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের অনগ্রসর এবং অর্থনৈতিক বিপর্যয়ে পড়া মানুষের জন্য নতুন দুই নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এতে কম...

নেইমার-এমবাপ্পের ঝড়ে বড় জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক: গোল পাচ্ছেন না বলে সম্প্রতি সমালোচনার মুখে পড়তে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। জোড়া গোল করে সেই সমালোচনার দারুণ জবাব দিলেন ফরাসি...

ট্রাম্পের অভিশংসন বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবার

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সোমবার। গতকাল শুক্রবার সিনেটের নতুন সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্রেটিক পার্টির...

নারায়ণগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন, এক পরিবারের ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন লেগে একই পরিবারের চারজন মারা গেছেন। তাঁদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী দুই শিশু-কিশোরও...

ভারত থেকে চুক্তির টিকা শিগগিরই পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী কোভিড–১৯–এর টিকা ‘কোভিশিল্ড’–এর প্রথম চালান শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। ভারত গতকাল শুক্রবার বাণিজ্যিকভাবে টিকা রপ্তানির অনুমোদন দিয়েছে।