মোঃ ইসমাইল হোসেন জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুর ২৫০ শজ্যা জেনারেল হাসপাতালে ইদ্রিস শাহ (৫০) করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুর পর বুধবার মুজিবনগর ভবেরপাড়া গ্রামে তার জানাযা ও দাফন কার্য নিয়ে চলে ব্যপক তাল-বাহানা।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কেউ মৃত বরণ করলে তার জন্য ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ সদস্যর একটি কমিটি করা হয়েছে। উক্ত কমিটির ৫ সদস্য আলেমকে ডাকেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ জন আলেমকে মৃত ইদ্রিস শাহর জানাযা ও দাফন কার্য করতে বললে ৫ জন আলেম ইদ্রিস শাহর করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত বরণ করার কথা শুনে তারা জানাজা ও দাফন কার্য করতে অপারগতা প্রকাশ করে দ্রুত স্থান ত্যাগ করে পলায়ন করেন।
অবশেষে মুজিবনগর নির্বাহী কর্মকর্তা মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি (ডিসি) মহোদয়ের সাথে আলোচনা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজানুর রহমান এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম একমাত্র আল্লাহর উপর ভরসা করে তিনজন একসাথে ইদ্রিসের লাশ দাফনের জন্য যাত্রা শুরু করে। জানাজা পড়ানোর জন্য তারা নিজেরাই প্রস্তুতি নিচ্ছেন এমন সময় শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গোপালনগর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম এসে জানাজা পড়ানোর দায়িত্ব নেন।
পরবর্তীতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজানুর রহমান এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেমসহ স্থানীয় ৫ জন যুবক মিলে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা ও দাফন কার্য সমাপ্ত করে।