36 C
Dhaka
Wednesday, January 20, 2021
No menu items!

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি ঘোষণা

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছেন।

এতে চেয়ারম্যান হয়েছেন জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক এবং সদস্য সচিব দলের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

চেয়ারম্যান ও সদস্য সচিব ছাড়া ৮৩ সদস্যের কমিটিতে সংসদ সদস্য,সাবেক ছাত্রলীগ ও শ্রমিক লীগের শীর্ষ নেতা, শ্রমিক সংগঠনের নেতা, শ্রম বিশেষজ্ঞরা স্থান পেয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন- সংসদ সদস্য শাসুন্নাহার,মো. আয়েন উদ্দিন ও দিদারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান,সাবেক রাষ্ট্রদূত এস এম রাসেদ আহমেদ, জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী গণপূর্ত বিভাগ ও প্রেসিডেন্ট আইবি প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা,সাবেক আইজিপি এবং সহ সভাপতি বঙ্গবন্ধু সেনা পরিষদ ড. কাজী বজলুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়াদর রোটন,বায়রা’র সাবেক সভাপতি মো. আবুল বাশার, সি আই পি, বায়রা’র সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সদস্য মেজর আতমা হালিম (অবঃ), যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নিখিল চন্দ্র গুহ প্রমুখ।

জানা গেছে, শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটি ছাড়াও ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকটি উপকমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শিক্ষা ও মানব সম্পদ, শিল্প ও বাণিজ্য, যুব ও ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি, বন ও পরিবেশ, মুক্তিযুদ্ধ, আইন, কৃষি ও সমবায়, মহিলা,সংস্কৃতি, ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি করা হয়েছে ৮২ সদস্যের আর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ৭২ সদস্যের। এ যাবত ঘোষিত উপকমিটির মধ্যে সবচেয়ে ছোট কমিটি হয়েছে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ- কমিটি। ৪০ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩৮জনকে সদস্য করা হয়েছে।

সর্বশেষ

মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যুবক গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ ফখরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।...

গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০টি ইটভাটায় ৬০ লাখ টাকা জরিমানা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠপোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় গাংনী উপজেলার ১০টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত...

মেহেরপুর পৌরসভার মেয়রের কম্বল বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান লিটন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়...

মুজিবনগরের গোপালনগরে ভ্রাম্যমাণ আদালতের দোকান মালিককে জরিমানা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাপান টোব্যাকো কোম্পানির শেখ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন বোর্ড দোকানে সরবরাহ ও...

আলুর জমিতে কাজ করে বাড়তি আয়

নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আলুর জমি পরিচর্যা ও বিভিন্ন কাজকর্ম করার মাধ্যমে শতশত নিম্নআয়ের মানুষের বাড়তি আয়ের কর্মসংস্থান হয়েছে। বিস্তীর্ণ আলুর...