36 C
Dhaka
Monday, January 18, 2021
No menu items!

দীর্ঘদিনের অতিথি করোনা, এখনই লকডাউন না তোলার সতর্কবার্তা ডাব্লিউএইচ্ও’র

নিউজ ডেস্ক: ‘দীর্ঘদিনের অতিথি করোনা, এখনই লকডাউন তুলবেন না’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস সহজে বিদায় নেওয়ার মতো ভাইরাস নয়। দীর্ঘদিন এর বিরুদ্ধে লড়াই করেই বাঁচতে হবে। ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচ্ও)

ডাব্লিউএইচ্ও এর মতে, বিশ্বব্যাপী লকডাউনের জেরে বহু দেশেই সংক্রমণের গতি কমানো গিয়েছে। তবে আত্মতুষ্টির জায়গা নেই। লকডাউন তুললে ফের বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে সংক্রমণের গতি।

তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার আরও বিপজ্জনক ইঙ্গিত দিলেন ডাব্লিউএইচ্ও প্রধান টেডরোজ আধানম গেবিয়াসেস ।তিনি বলছেন, কোনও ভুল করবেন না। আমাদের এখনও অনেক লড়াই করতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে।

গেবিয়াসেসের মতে, বেশ কিছু দেশ যে সামাজিক দুরত্বের বিধি তৈরি করেছে তা কাজে আসছে। অনেক দেশেই সংক্রমণের গতি কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু তা বলে সামাজিক দুরত্ব ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, সপ্তাহের পর সপ্তাহ বাড়িতে বসে থাকতে হচ্ছে। এতে অনেক মানুষ স্বাভাবিকভাবেই বিরক্ত। তাঁরা উপার্জনের জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবী আর আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারবে না। নতুন এই পরিস্থিতিকেই স্বাভাবিক ধরে নিয়ে এগোতে হবে।

সর্বশেষ

কাউন্সিলরকে হত্যা দুর্ভাগ্যজনক: ইসি সচিব

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. আলমগীর বলেছেন, আচরণবিধি অনুযায়ী বিজয় মিছিল বের করা যাবে না। কিন্তু বিজয় মিছিল বের...

মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক: আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতে আগামী ২৭ জানুয়ারি দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব...

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের ‘স্মারক’ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: গত ২৭ ডিসেম্বর বিগত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করে আইসিসি। যেখানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে একমাত্র...

এবার জহির-শিরিনের চারে চার, নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব

নিউজ ডেস্ক: দুজনেই নৌবাহিনীর অ্যাথলেট। এবার চারটি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতে সোনার পদক জিতেছেন জহির রায়হান ও শিরিন আক্তার। তবে জহির সেরা...

ক্যারিবীয়দের বিপক্ষে ‘বিশেষ জার্সি’ পরে মাঠে নামবে সাকিব-তামিমরা

নিউজ ডেস্ক: নানা সময়ে নানা ডিজাইনের জার্সি পরে মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব-তামিমদের জার্সিতে কখনও স্বাধীনতা, কখনও সুন্দরবন, কখনও বা গর্জে ওঠো...