36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

হঠাৎ সিগন্যাল ও টেলিগ্রাম মেসেজিং অ্যাপের চাহিদা বেড়ে গেছে

নিউজ ডেস্ক: হঠাৎ সিগন্যাল ও টেলিগ্রাম মেসেজিং অ্যাপের চাহিদা বেড়ে গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর এ চাহিদা বাড়তে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বুধবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের ব্যবহারের শর্তে পরিবর্তন আনে। এতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চাইলে ফেসবুকের সঙ্গে তথ্য ভাগ করে নিতে সম্মত হতে বাধ্য করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

একটি পপ-আপ নোটিশ দিয়ে হোয়াটসঅ্যাপ সতর্ক করে বলছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে এই শর্ত হালনাগাদ গ্রহণ করতে হবে, তা না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।

হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গে যেসব তথ্য শেয়ার করতে বলছে, তার মধ্যে রয়েছে ফোন নম্বর ও অবস্থানগত তথ্য।

টুইটারে অনেকেই হোয়াটসঅ্যাপের তথ্য শেয়ারের শর্ত নিয়ে সমালোচনা করে সিগন্যাল ও টেলিগ্রাম ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সিগন্যাল ব্যবহার করতে পরামর্শ দেওয়ার পর গত বৃহস্পতিবার থেকেই এর ব্যবহার বেড়ে গেছে। টুইটারে সবচেয়ে বেশি অনুসরণ করা হয়, এমন অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ইলন মাস্কের অ্যাকাউন্টটি।

তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গত দুদিনে অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে এক লাখের বেশি সিগন্যাল অ্যাপটি ডাউনলোড হয়েছে।

অন্যদিকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড হয়েছে ২২ লাখ। আবার হোয়াটসঅ্যাপের ডাউনলোডের হার গত এক সপ্তাহে ১১ শতাংশ কমে গেছে।

সর্বশেষ

প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন, এটা আপনাদের জীবন বাঁচাবে: কমলা হ্যারিস

নিউজ ডেস্ক: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে লাইভ দেখানো...

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা কমিটির মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

মেহের আমজাদ,মেহেরপুর: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি...

মেহেরপুরে মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিমেল-অর্নব জুটি চ্যাম্পিয়ন

ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মেয়র...

মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক...

মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে এক মাদক ব্যবসায়ীর ৫ বছরের করাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর: গাঁজা রাখার অপরাধে রুহুল আমিন নামের এক গাঁজা ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও...