36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

বসতঘরে হঠাৎ হঠাৎ জ্বলছে আগুন! আতঙ্কে গৃহস্থ

নিউজ ডেস্ক: আচমকা আগুন লেগে যাচ্ছে ক্যালেন্ডারে। পুড়ে যাচ্ছে বই, কাপড়, আসবাবপত্রও। বাড়ির বাইরে পড়ে থাকা ঝাঁটাতেও লেগে যাচ্ছে আগুন। মনে হচ্ছে এই আগুন ছড়াচ্ছে যেন মাটির তলা থেকেই। গত তিন দিন ধরে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির সামনে একটি বাড়িতে ঘটে চলেছে এই ঘটনা। বিষয়টা কি অলৌকিক? নাকি মিথেন গ্যাস থেকে এই অগ্নিকাণ্ড? নাকি কোনও ষড়যন্ত্র? সেই চিন্তায় গৃহস্থ।

এই আচমকা অগ্নিকান্ডের রহস্যভেদ করতে বুধবার ওই এলাকায় যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির টিম। তাঁদের সঙ্গে ছিল কাশীপুর থানার পুলিশও। এদিন তাঁরা পরিবার-সহ আশপাশের মানুষজনের সঙ্গে কথা বলে জানান, কেউ ইচ্ছে করেই এই আগুন লাগাচ্ছে। এরপরই এই বিষয়ে বিজ্ঞান মঞ্চ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কাশীপুর থানার পুলিশকে জানায়। বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, “এই অগ্নিকান্ডের পিছনে কোনও অলৌকিক ঘটনা নেই। এখানে নেই মিথেন গ্যাসও। আমাদের অনুমান কেউ এই আগুন লাগিয়ে কোনও স্বার্থ চরিতার্থ করতে চাইছে। তাই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” লকডাউনে মানুষজনের গৃহবন্দির সুযোগ নিয়ে কেউ কোন ষড়যন্ত্র করছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কাশীপুর রাজবাড়ির পাশেই রাজপরিবারের এক সদস্যের বাড়িতেই গত তিনদিন ধরে বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে। এই ঘটনায় ওই পরিবারে আতঙ্ক চেপে বসায় সেখান থেকে তাঁরা অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নেন। কিন্তু এদিন বিজ্ঞানমঞ্চ ও পুলিশের অভয় দানে তাঁরা সেখানে থেকেই এই পরিস্থিতির দিকে নজর রাখা শুরু করেন। এর আগেও বি়জ্ঞানমঞ্চের এই শাখা ন’টি অগ্নিকান্ডের রহস্যভেদ করে। বিজ্ঞানমঞ্চ জানিয়েছে, মিথেন গ্যাস থাকলে এই রকম হয়ে থাকে। কিন্তু ঘরের ভিতরে আগুন লাগায় তো মিথেন গ্যাসের কোনও যোগ নেই। কারণ, মিথেন গ্যাসের অস্তিত্ব জলাভূমি এলাকায় মেলে। এক্ষেত্রে প্রশ্ন একটাই যাচ্ছে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরের ভিতরে ঢুকে কোনও বহিরাগত কীভাবে আগুন লাগাবে!

সর্বশেষ

এইচএসসির ফল প্রকাশের তারিখের অপেক্ষা

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের...

বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপে যে কথা হলো

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে প্রথম...

ভবিষ্যতে পুরোদস্তুর অলরাউন্ডার হতে চাই: রশিদ খান

স্পোর্টস ডেস্ক: রশিদ খানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্পিনার হিসেবে। শুরু থেকে দুর্দান্ত লেগ ব্রেকে ব্যাটসম্যানদের জন্য যেন সাক্ষাৎ ‘যমদূত’ হয়ে ওঠেছেন...

৩ কোটি ৪০ লাখ মানুষ টিকা পাবে: সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা ৩ কোটি ৪০ লাখ মানুষ ৬ কোটি...

বাংলাদেশের জন্য ম্যাকগ্রা-গিলেস্পিদের পরিকল্পনা সাজাচ্ছে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক: ২০০৪ সালে ভারত সফরের কথা। ভারতকে তাদের আঙিনায় হারাতে গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি বিশেষ পরিকল্পনা সাজান। মিডল স্টাম্প বরাবর...