আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একজন সমাজকর্মীর সংস্পর্শে এসেছেন। যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তাই করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছেন তিনি। বুধবার (২২ এপ্রিল) তার করোনা পরীক্ষার ফলাফল দেয়ার কথা রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র ফয়সাল সুলতান বলেন, ইমরান খানের করোনা পরীক্ষা করা হবে কারণে সে ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির সঙ্গে সাক্ষাত করেছেন যে কি না পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, গত ১৫ এপ্রিল পাকিস্তানের সমাজ সেবামূলক সংস্থা ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির সঙ্গে সাক্ষাত করেন ইমরান খান । সেদিন ইমরান খানের সঙ্গে দেখা করে করোনা ভাইরাস মোকাবিলার জন্য ১০ মিলিয়নের পাকিস্তানি রুপির একটি চেক দেন ফয়সাল ইদহি ।ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৪৯ জন। মারা গেছেন ২০৯ জন।