জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : ২০২০ সালে করোনা মহামারী ভাইরাসের কারনে ভেনিস বাংলা স্কুলের ছাএ-ছাএীদের নিয়ে কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি তাই বৎসর শেষে – কাজা ডেল ভোলানটারী সার্ভিসের সহযোগিতায় – ভেনিস বাংলা স্কুলের সকল ছাএ-ছাএীদের উপহার সামগ্রী বিতরন করা হয়- উপহার সামগ্রী বিতরন অনুস্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা রফিকুল বারী- স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার – অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন পান্না, নাসরিন আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, রুনু আক্তার, শাহিদুল ইসলাম সুজন, মোবারক হোসেন, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান,আফসারী খানম রিক্তা, রিয়াজুল ইসলাম, নূরে আলম, মেহেরুন নেছা মলি, কবির মাহমুদ, দীপু নাসির, সুমন সরকার সহ আরো অনেকে ।