আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নিয়ে চীন সরকার ও দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টিকে আইনের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্রের মিমৌরি অঙ্গরাজ্য। প্রায় ৪ মাস আগে উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা দায়ের করা হচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়েছে।
এ ব্যাপারে মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক সিম্ট বলেছেন, ‘চীন সরকার করোনা ভাইরাসের বিপদ ও ভয়াবহতা নিয়ে বিশ্বের কাছে তথ্য গোপন করেছে। ভাইরাসটি নিয়ে যারা সতর্ক করতে চেয়েছিল চীন তাদের মুখ বন্ধ করে দিয়েছিল। এমনকি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বকে কোনও সহযোগিতাই করছে না চীন।’
মামলায় মিসৌরি অঙ্গরাজ্যে মানুষের মৃত্যু, দুর্ভোগ ও অর্থনৈতিক কষ্টের ক্ষতিপূরণ চাওয়া হবে জানিয়ে এরিক বলেন, ‘এমনকি চীনকে তাদের এই তথ্য গোপন ও অসহযোগিতামূলক আচরণের জন্য জবাবদিহিতা করতে হবে।’
এদিকে মিসৌরি কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের বিরুদ্ধে এ মামলাটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। যদিও পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আইনে বিদেশি সরকারগুলোকে এ ধরনের পদক্ষেপ থেকে দায়মুক্তি দেওয়ায়, মামলাটি বেশ আইনি মারপ্যাঁচ ও মামলা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধার মুখোমুখি হবে।
এর আগে করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ আখ্যা দিয়ে এর বিস্তারে চীনকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে তোলা সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে চীন।