36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলসের আয়োজনে ‘শেখ হাসিনা সরকার ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক ভার্চুয়াল সভা

জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ : বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলস, বেলজিয়াম কর্তৃক হাসিনা সরকার ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্তে এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলসের কো-অর্ডিনেটর ও বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বুলুর সঞ্চালনায় এবং ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি আলী লিংকন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূঁইয়া, নিউজিল্যান্ডের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের রিসার্চার উইলিয়াম ভ্যান ডার জেস্ট, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল হক সহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দগন।আলোচনা সভায় সঞ্চালক বজলুর রশীদ বুলু জানান, আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় সল্পতার কারণে যোগ দিতে পারেন নাই। তবে প্রধানমন্ত্রী তাঁর দূতের মাধ্যমে সবাইকে নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা পৃথিবীর কাছে এক বিস্ময়কর ঘটনা। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি অসম্ভব টান তথা দেশপ্রেমের কারণেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ

প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন, এটা আপনাদের জীবন বাঁচাবে: কমলা হ্যারিস

নিউজ ডেস্ক: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে লাইভ দেখানো...

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা কমিটির মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

মেহের আমজাদ,মেহেরপুর: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি...

মেহেরপুরে মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিমেল-অর্নব জুটি চ্যাম্পিয়ন

ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মেয়র...

মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক...

মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে এক মাদক ব্যবসায়ীর ৫ বছরের করাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর: গাঁজা রাখার অপরাধে রুহুল আমিন নামের এক গাঁজা ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও...