নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান থানা এলাকায় দুই মাসের বাচ্চাসহ এক ভাড়াটিয়াকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব- ২’র কর্মকর্তা মেজর আরেফিন। তিনি বলেন, ‘কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’এ ছাড়া মামলার আরেক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান মেজর আরেফিন।
গত শনিবার ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কলাবাগানের একটি বাসায় ৬ মাস আগে থেকে ভাড়াটিয়া হিসেবে বসবাস করা কুলসুমা খানম নামে এক নারী ও তার স্বামীকে বের করে দেন তাদের বাড়িওয়ালী। তিন দিন পরে পুলিশের সহায়তায় বাসায় ফেরেন কুলসুমা।
পরে ওই বাড়িওয়ালীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। কুলসুমা খানম এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেন। ওই মামলায়ই বাড়িওয়ালীকে গ্রেপ্তার করে র্যাব-২।