ঢাকা ( নিউজ ডেস্ক): দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান এ্যবা গ্রুপের উদ্যোগে এ্যবার চেয়ারম্যান সাজ্জাদুর রহমান শিফন মৃধা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিল্লুর রহমান রিপন মৃধা হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের প্রায় ৬০টি শিশু যাদের বয়ষ শুন্য হতে এক বছরের মধ্যে তাদের প্রতিদিন ডেয়ারি ফার্ম হতে দুধ প্রদান করছে এই করোনা কালে।
উল্লেখ্য ডাচ ডেয়ারি ফার্ম দেশের অন্যতম একটি প্রতিষ্ঠান হিসাবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটি লৌহজংয়ের সাতঘড়িয়া গ্রামে অবস্থিত। ইতোমধ্যে এ্যবা গ্রুপ রাতের আঁধারে হলদিয়া ইউনিয়নের মধ্যবৃত্ত ও নিম্ন মধ্য বৃত্তদের মধ্যে গোপনে প্রায়, ১৫০০ পরিবারকে করোনা কালে ত্রান সামগ্রী বিতরণ করে।
লোক লজ্জায় যেসব পরিবার ত্রান নিতে যেতে পারেন না তাদেরকে রাতের আঁধারে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বিষয়টি ইতোমধ্যে এলাকায় প্রশংসা অর্জন করেছে। দল মত নির্বিশেষে এ্যবা গ্রুপের এ উদ্যোগকে মানুষ সাধুবাদ জানিয়েছেন। এর আগে এ্যবা গ্রুপ সাংবাদিক চিকিৎসক ও প্রশাসনের লোকজনদের পিপিই প্রদান করে।
প্রসঙ্গত উল্লেখ্য সাজ্জাদুর রহমান শিফন মৃধা স্থানীয় জনকল্যাণমুখী বেশ কীছু প্রতিষ্ঠান নির্মান করেছেন সে সব প্রতিষ্ঠানের মধ্যে বিক্রমপুর প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মান সহ স্কুলভবন অন্যতম।