36 C
Dhaka
Monday, January 18, 2021
No menu items!

৯৫ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন হয়েছে— দাবি বিজিএমইএ’র

নিউজ ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমই’র সদস্যভুক্ত কারখানায় ৯৫ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক হোয়াটসঅ্যাপ বার্তায় সংগঠনটির পক্ষে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তাদের সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৭১টি কারখানায় মার্চ মাসের বেতন হয়েছে; যা মোট কারখানার ৯১ শতাংশ। এছাড়া বেতন দেওয়া বাকি রয়েছে ২০৩টি কারখনার।

সংগঠনটি আরও জানিয়েছে, বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায় কাজ করা ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে মার্চ মাসের বেতন হয়েছে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের; যা মোট শ্রমিকের ৯৪ দশমিক ৬৮ শতাংশ। শিগগিরই বাকি শ্রমিকদের বেতনও পরিশোধ করা হবে।

১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে কারখানার মালিকরা বেতন পরিশোধ করতে পারেননি। পরে ২০ এপ্রিলের মধ্যে বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন পেয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। মূলত মাসের ১০ তারিখের মধ্যেই বেশিরভাগ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করে থাকে।

সর্বশেষ

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাবের হটলাইন চালু

নিউজ ডেস্ক: জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু হচ্ছে RAB এর হট লাইন। সোমবার ( ১৭ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য...

ভারতের উপহারের ২০ লাখ ডোজ টিকা আসছে ২০ জানুয়ারি

নিউজ ডেস্ক: আগামী বুধবার (২০ জানুয়ারি) ভারত থেকে ২০ লাখ টিকা বাংলাদেশে আসবে। অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার দিচ্ছে। বিষয়টি...

আইনের শাসন সুসংহত করতে বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা রাখতে হবে

নিউজ ডেস্ক: সরকারি ও বিরোধী দল নির্বিশেষে জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি...

সংসদে যাদের নামে শোক প্রস্তাব আনা হলো

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সাবেক একজন ডেপুটি স্পিকার, সাবেক একজন মন্ত্রী, সাবেক দুজন প্রতিমন্ত্রী, সাবেক নয়জন সংসদ সদস্যদের নামে শোক...

হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে...