36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

মুন্সীগঞ্জে নতুন ৬ জনের করোনা শনাক্ত : জেলায় ৪৩ রোগী

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ছয় উপজেলায় মৃত ব্যক্তিসহ নতুন আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে মোট ৪৩ জনে দাড়িয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগীদের সংস্পর্শে আসায় দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । নতুন আক্রান্তরা হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা এলাকার মৃত এক ব্যক্তি (৭৭) , পশ্চিম মুক্তারপুর এলাকার দুই ব্যক্তি (২৪) ও (২৮) । টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা এলাকার একই পরিবারের দুই ব্যক্তি (২৪) ও (৪২)। সিরাজদিখান উপজেলার আকবনগর এলাকার এক ব্যক্তি (৬০)।

এ বিষয়ে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, নারায়ণগঞ্জ থেকে মরদেহ এনে টংগিবাড়ী উপজেলার মান্দ্রা এলাকায় দাফন দেওয়া বৃদ্ধ হামিদ শেখের ভাতিজা (৪২) ও নাতি (২৪) মৃতব্যক্তির সংস্পর্শে করোনা আক্রান্ত হয়েছেন। তারা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন এবং পূর্ব থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের পরিবারে আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা পরিক্ষার জন্য প্রত্যেকের সোয়াব সংগ্রহ করা হবে।
অন্যদিকে, সিরাজদিখান উপজেলায় করোনা আক্রান্ত হওয়া এক গাড়ি চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান । তিনি জানান, করোনা আক্রান্ত রোগী দীর্ঘদিন যাবত অসুস্থ । তার শারীরিক অবস্থা অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাই তাকে ঢাকা পাঠানো হচ্ছে।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ আরো জানান, মন্সীগঞ্জে প্রথম করোনা ভাইরাস ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে ছড়ায়। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে নতুন করে আরো আক্রান্ত হচ্ছে। রোগী, তাদের স্বজন ও আশপাশের মানুষ সচেতন না হলে সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখ্য , আজ শনিবার নতুন ৮ জনের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে জেলার মোট ২৫৩ জনের নমুনা পাঠানো হয়। তার ভেতর থেকে ২৪৫টির রিপোর্ট পাওয়া গেলে ৪৩টি করোনা পজিটিভ আসে।

সর্বশেষ

এইচএসসির ফল প্রকাশের তারিখের অপেক্ষা

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের...

বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপে যে কথা হলো

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে প্রথম...

ভবিষ্যতে পুরোদস্তুর অলরাউন্ডার হতে চাই: রশিদ খান

স্পোর্টস ডেস্ক: রশিদ খানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্পিনার হিসেবে। শুরু থেকে দুর্দান্ত লেগ ব্রেকে ব্যাটসম্যানদের জন্য যেন সাক্ষাৎ ‘যমদূত’ হয়ে ওঠেছেন...

৩ কোটি ৪০ লাখ মানুষ টিকা পাবে: সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা ৩ কোটি ৪০ লাখ মানুষ ৬ কোটি...

বাংলাদেশের জন্য ম্যাকগ্রা-গিলেস্পিদের পরিকল্পনা সাজাচ্ছে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক: ২০০৪ সালে ভারত সফরের কথা। ভারতকে তাদের আঙিনায় হারাতে গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি বিশেষ পরিকল্পনা সাজান। মিডল স্টাম্প বরাবর...