মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের কারনে মহামারী রূপ নিয়েছে বাংলাদেশেও এর ছোয়া এসে পৌছেছে। বাংলাদেশের মত একটি কম আয়ের দেশে পড়েছে এর ব্যাপক প্রভাব। এর প্রভাবে ঘরবন্দী হয়ে পড়া নিম্ন আয়ের লোকজন বিশেষ করে ভ্যানচালক,দিনমজুর, ভূমিহীন ,বিভিন্ন কর্মহীন মানুষ অবরূদ্ব হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করছে। সে সময় মানবতার ডাকে সাড়া দিয়ে ফরিদপুরের ভাঙ্গার পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক আবীর মুন্সি বিতু এগিয়ে এলেন সাহয্যের হাত বাড়িয়ে। তিনি শনিবার তার নিজের অর্থ দিয়ে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া এলাকার শতাধিক হতদরিদ্রদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন। নিজ বাড়ির আঙিনা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকজন স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহমেদ তুষার ,ওপৗর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আফনান শাওন ,সাংগঠনিক সম্পাদক নাহিন নেওয়াজ শোয়েব, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম,ছাত্রলীগ নেতা বাবুল মাতুব্বর,শাওন, রামিম মাতুব্বর, প্রমুখ।