নিউজ ডেস্ক: করোনা প্রতিরোধে ২১ দিনের লকডাউনের পর দ্বিতীয় পর্যায়ে আরও ১৯ দিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের ১৭০ টি জেলাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নত করে হটস্পষ্ট হিসাবে ঘোষণা করেছে সরকার। করোনাকে পরাজিত করতে সকলে সর্বদা বাড়ির মধ্যে থাকতেই বারংবার অনুরোধ করা হচ্ছে।
এমতাবস্থায় একদিকে যখন একদিনে গোটা কর্ণাটকে সর্বোচ্চ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ঠিক তখনই লকডাউনে অমান্য করে চলল বিশাল মেলা। সূত্রের খবর, এদিন লকডাউনকে উপেক্ষা করেই কর্নাটকের কলাবাড়গী জেলার একটি ধর্মীয় সমাবেশে হাজার হাজার লোককে অংশ নিতে দেখা যায়।
স্থানীয়েরা এটিকে সিদ্ধালঙ্গেশ্বর মেলা বলেই ডেকে আসেন বলে জানা যাচ্ছে। যদিও লকডাউনের মাঝে মন্দির,মসজিদ বা যেকোনও ধর্মীয় পিঠস্থানে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করেছে সরকার। নিষিদ্ধি করা হয়েছে যেকোনও জমায়েত। কিন্তু তার পরেও সমস্ত বিধিনিষেধের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় যে ভাবে মেলা চলল তাতে উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন।
কালাবুরাগী জেলার চিতপুরপুরে এই মেলার আয়োজন করা হয় বলে জানা যাচ্ছে। কাকতালীয় ভাবে এই জেলাতেই দেশের প্রথম করোনা আক্রান্ত রোগীর মত্যুও হয় বলে খবর। আর তাত্পর্যপূর্ণ ভাবে, এই ক্ষেত্রে মেলাচলাকালীন সময় স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনকেও কোনও প্রকার হস্তক্ষেপ করতে দেখা যায়নি, উল্টে সারাদিন তাদের নিরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়।