আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নোভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজারের বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছেন। যার ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৮৩৫ জন। এই মারণ ভাইরাসে এখনও পর্যন্ত ৪৫২ জন রোগীর মৃত্যু হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন ১,০৭৬টি করোনা সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১১,৬১৬ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ১,৭৬৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং ১ জনকে এই দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র লভ আগরওয়াল জানান, ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত যে সংখ্য়ক ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন এবং যাঁদের মৃত্যু হয়েছে তার অনুপাত ৮০:২০। বিশ্বের বহু দেশের তুলনায় এই হার বেশি বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
সংক্রমণ মোকাবিলায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের অন্যতম শীর্ষ এই আধিকারিকের সংযোজন, ‘লকডাউনের আগে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় তিন দিনের মধ্য়ে দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। তবে গত সাত দিনে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, এখন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধির জন্য সময় লাগছে ৬.২ দিন। এমনকী ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই হার জাতীয় গড় হারের থেকেও অনেক কম।