শারিফুল খান প্লাবনঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর গোল্ডেন সিটির ভাড়াটিয়া ও ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানীর ওষুধ বিক্রেতা স্বামী (৩৫) ও তার স্ত্রী (২৫) একই পরিবারের ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুরের পূর্বের আক্রান্ত ব্যক্তির পুত্রবধুও (৩৫) নতুন করে করোনায় আক্রান্ত হন। এনিয়ে আগের ১ জন ও নতুন ৩ জনসহ শ্রীনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৪ জন। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম। তিনি বলেন- নতুন আক্রান্ত ৩ জনসহ উপজেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত উপজেলা থেকে ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে শুক্রবার পর্যন্ত ৪ জনের রির্পোট করোনায় পজেটিভ আসে। তিনি আরো জানান- উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে ষোলঘরের গোল্ডেন সিটির (এড্যাভোকেট মোহাম্মদ আলীর বিল্ডিং) ওই বাড়িটি ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। ফৈনপুরের বাড়িটি পূর্বেই লকডাউনে রাখা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা আপাদত লকডাউনেই থাকবেন। যদি আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের কোনও অবনতি ঘটে তাহলে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।