নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর উপজেলার মৎস্য আড়ৎ গুলোতে শত শত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। করোনা সংক্রমণ ঠেকাতে মানুষে-মানুষে শারীরিক দূরত্ব (তিন ফুট) বজায় রাখার নির্দেশনা জারি থাকলেও মৎস্য আড়ৎ গুলোতে কেউ তা মানছেন না। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া এই সমস্ত মাছ ঘাটগুলোতে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের পাইকারা আসেন মাছ ক্রয়-বিক্রয় করতে। মৎস্য আড়ৎগুলো মানুষের উপচে পড়া ভিড় থেকে করোনা ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, আমরা ইতিমধ্যেই তিনটি বাজার খোলা মাঠে সরিয়ে নিয়েছি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেছি, হাসাইল ও দিঘীরপাড় মৎস্য আড়ৎ খোলা মাঠে সরিয়ে নেওয়া প্রক্রিয়া চলমান।