36 C
Dhaka
Monday, January 25, 2021
No menu items!

জাতিসংঘের ১৮৯ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক: বিশ্বে স্বাধীন রাষ্ট্রগুলোর ফোরাম জাতিসংঘে ভালোভাবেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে সংস্থাটির ১৮৯ জন কর্মকর্তা-কর্মচারি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের বড় অংশই ইউরোপে আক্রান্ত হয়েছে। তবে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও সংস্থাটির বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। করোনার সংক্রমণ এড়াতে নিউইয়র্কে সংস্থাটির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। গত ১৬ মার্চ থেকে এই কার্যালয়ের প্রায় সব কর্মকর্তা বাড়িতে বসে অফিস করছেন। প্রথমে ১২ মার্চ পর্যন্ত এই সুযোগ রাখা হয়েছিল। শহরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এর মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফারহান হক জানিয়েছেন, জেনেভায় জাতিসংঘের অফিসে ৪ হাজার কর্মী। কিন্তু এখন মাত্র ৭০ অফিসে এসে কাজ করছেন, বাকীরা বাসায় বসে। অস্ট্রিয়ার ভিয়েনাতে রাষ্ট্রসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন। অপরদিকে, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৯৯ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা করোনা সঙ্কটে তাদের কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে।