36 C
Dhaka
Thursday, January 21, 2021
No menu items!

ব্যাজ পরানো হল নতুন আইজিপি বেনজীর আহমেদকে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ব্যাজ পরানো হয়েছে। এর মধ্য দিয়েই সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন র‍্যাবের এই সাবেক ডিজি।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শককে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এসময় পাশেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহা-পরিদর্শক ছিলেন।

এছাড়াও বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন তিনি। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে এক বছর কাজ করেন। র‌্যাবের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৩ এপ্রিল) তাকে তিন বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

সর্বশেষ

‘আমেরিকানদের আস্থা ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য’

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথগ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে তাঁর প্রশাসন। বাইডেন প্রশাসনের হয়ে স্থানীয় সময়...

শপথ নেওয়ার পর পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন বাইডেন

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরই ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন। শপথগ্রহণের পর স্থানীয় সময় বুধবার...

বাইডেন-কমলাকে অভিনন্দন জানিয়ে বিশ্বনেতাদের টুইট

নিউজ ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু হলো জো বাইডেনের। তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গী হয়েছেন কমলা...

লেখক আশরাফ আবুল-ইয়াজিদ

• আশরাফ আবুল-ইয়াজিদ, মিশরের জন্ম ১৩ মার্চ, ১৯৬৩• সম্পাদক ইন চিফ, সিল্ক রোড লিটারিচার সিরিজ• সাংস্কৃতিক সাংবাদিকতায় ৩০ বছর ধরে কাজ করছেন,...

মেহেরপুরে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সিভিল সার্জন এর...