লৌহজং ( মুন্সিগন্জ) নিউজ ডেস্ক- আজ হলদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬০০নিম্নবিত্ত পরিবারকে লৌহজং থানা আওয়ামী লীগ ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলহাজ্ব নান্নু বেপারি ফাউন্ডেশনের অর্থায়নে প্রতি পরিবারকে ২৫কেজি চাউল,৫কেজি আলু,৩কেজি পেয়াজ,৩কেজি ডাল,২লিটার ভোজ্য তেল,১কেজি লবন,ও ২টি সাবান ত্রান সহায়তা প্রদান করা হয়।
আলহাজ্ব নান্নু বেপারি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লৌহজং থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বি,এম শোয়েব বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে ওয়ার্ডে ওয়ার্ডে ত্রান সামগ্রী বিতরণ করার নিয়ম মোতাবেক এই সাহায্য সামগ্রী বিতরণ করার জন্য স্হানীয় স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা কাজ করেছেন। স্হানীয় সাংসদ সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির অনুপ্রেরণা যুগিয়েছেন এবং এ ত্রান সহায়তা প্রদানে তিনি দিকনির্দেশিকা দিয়েছেন বলে তিনি জানান।
লৌহজং থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল রশীদ সিকদার ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে বলেন, কোন অবস্থায় ত্রান বিতরণ করার সময় ভিড় করা যাবে না। তিনি আলহাজ্ব নান্নু বেপারি ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগের নিবেদিত কর্মী খোরশেদ আলম মোল্লা, দেলোয়ার হোসেন, আল মামুন খান, দেবাশীষ শিবু, আঃ কাইয়ুম নয়ন, পলাশ মাহমুদ, রাশেদ মোল্লা, অপু ঘোষ, মাজহারুল ইসলাম সাগর, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সৌরভ প্রমুখ।
আলহাজ্ব নান্নু বেপারি ফাউন্ডেশন ইতোমধ্যে লৌহজং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কে ৫০০ কেজি চাউল ত্রান বিতরণ করার জন্য প্রদান করেছেন বলে ফাউন্ডেশনের সদস্য সচীব বিদ্যুৎ মোড়ল জানিয়েছেন।
এছাড়াও তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের রতন কে ৫০০ কেজি চাউল দুর্গত মানুষদের বিতরনের জন্য আলহাজ্ব নান্নুবেপারি ফাউন্ডেশন ইতোমধ্যে প্রদান করেছে বলে জানা গেছে।
এদিকে এক বিবৃতিতে লৌহজং থানার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম খান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন আর্ত মানবতার সেবায় সকল ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।