36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

ফিক্সিংয়ের পেছনে বড় ভূমিকা আছে বোর্ডেরও: রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক: দুর্নীতি দমনে শুধু খেলোয়াড়দের নানা বিধিনিষেধ মেনে চলতে বলে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু টেকসই কোনো পদক্ষেপ নেয় না তারা। ম্যাচ পাতানোয় খেলোয়াড়েরা জড়ালে এর সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডেরও দায় দেখেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক কাল নিজের ইউটিউব চ্যানেলে এসব কথাই বলেছেন।

রশিদ লতিফ বলেন, ‘ম্যাচ পাতানোয় অভিযুক্ত খেলোয়াড়কে সব সময় সমর্থন দিয়ে এসেছে বোর্ডগুলো। কিন্তু আমরা শুধু খেলোয়াড়দের দোষ নেই। হ্যাঁ তারা অভিযুক্ত, তবে ক্রিকেট কর্তৃপক্ষের দোষও তো আছে।’ আইসিসির দুর্নীতি দমন বিভাগ নিয়ে লতিফের ভাষ্য, ‘কিছু নির্দিষ্ট ব্যক্তি থেকে খেলোয়াড়দের দূরে থাকার কথা বলে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। কিন্তু ক্রিকেটাররা এমন ফ্র্যাঞ্চাইজি দলে খেলছে যার মালিক হয়তো সেই ব্যক্তি, আইসিসির দুর্নীতি দমন বিভাগ যার থেকে দূরে থাকতে বলেছে। এটা বড় সমস্যা।’

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ফিক্সিংয়ের পুরো দোষ খেলোয়াড়ের কাঁধে চাপাতে রাজি নন। তাঁর ভাষায়, ‘পুরো দোষটা খেলোয়াড়কে দেব না। খেলোয়াড়েরা তো ঘুঁটি। বোর্ডের বড় কর্তারা তাদের ব্যবহার করে থাকে। ফিক্সিংয়ের পেছনে বড় ভূমিকা আছে বোর্ডেরও। বোর্ডের কোনো সদস্য এর সঙ্গে জড়িত না থাকলে খেলোয়াড়দের তারা শাস্তি দিতই। কিন্তু বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা, রাজনৈতিক কারণে যারা পদ পেয়েছেন, এর সঙ্গে তারা কোনো না কোনোভাবে জড়িত। এ কারণেই খেলোয়াড়েরা সব সময় সুরক্ষা পেয়ে আসছে।’

লতিফ যোগ করেন, ‘বিশ্বের সব জায়গার ক্রিকেট বোর্ডই খেলোয়াড়দের রক্ষা করে আসছে। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত খেলোয়াড়দের রক্ষা করে আসছে প্রতিটি দেশ। এ কারণে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খুলে বলা হয়, যা করার এখানে করো, আন্তর্জাতিক ক্রিকেটে নয়।’

সর্বশেষ

এইচএসসির ফল প্রকাশের তারিখের অপেক্ষা

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের...

বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপে যে কথা হলো

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে প্রথম...

ভবিষ্যতে পুরোদস্তুর অলরাউন্ডার হতে চাই: রশিদ খান

স্পোর্টস ডেস্ক: রশিদ খানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্পিনার হিসেবে। শুরু থেকে দুর্দান্ত লেগ ব্রেকে ব্যাটসম্যানদের জন্য যেন সাক্ষাৎ ‘যমদূত’ হয়ে ওঠেছেন...

৩ কোটি ৪০ লাখ মানুষ টিকা পাবে: সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা ৩ কোটি ৪০ লাখ মানুষ ৬ কোটি...

বাংলাদেশের জন্য ম্যাকগ্রা-গিলেস্পিদের পরিকল্পনা সাজাচ্ছে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক: ২০০৪ সালে ভারত সফরের কথা। ভারতকে তাদের আঙিনায় হারাতে গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি বিশেষ পরিকল্পনা সাজান। মিডল স্টাম্প বরাবর...