টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: টঙ্গীবাড়ী উপজেলার রবনগরকান্দি গ্রামের মরহুম আরশাদ আলী তালুকদারের পুত্র শারিরিক প্রতিবন্ধী লতিফ(৫৩)। রাস্তার ধারে চা বিক্রি করে কোন রকমে জীবিকা নির্বাহ করতো সে। কিন্তু করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক চায়ের দোকান বন্ধ রাখার কারনে তার আয়ের পথও সংকচিত হয়ে যায়। কদিন যাবত লতিফ আর্থিক সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানার ওসি শাহ আওলাদ হোসেন মামুন এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে প্রতিবন্ধী লতিফের বাড়ি চলে যান। লতিফকে নিজ হাতে তিনি খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন। এছাড়াও তিনি লতিফকে ভবিষৎতে আরো সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।