36 C
Dhaka
Saturday, January 23, 2021
No menu items!

নারায়ণগঞ্জের ডিসি-এসপি-সিভিল সার্জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা কোয়ারেন্টাইনে চলে গেছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

ইতিমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও কর্মকাণ্ডে শীর্ষ পর্যায়ের এসব কর্মকর্তা নারায়ণগঞ্জ হাসপাতালের ওই ডাক্তারের সংস্পর্শে এসেছিলেন— এমন সন্দেহ থেকে ওই কর্মকর্তারা কোয়ারেন্টাইনে গেছেন।

কোয়ারেন্টাইনে থাকা কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে বুধবার (৮ এপ্রিল) দুপুরে। মঙ্গলবার রাত থেকে অসুস্থতা বোধ করতে থাকলে তিনি একপর্যায়ে তার বাংলোয় বিশ্রামে চলে যান। অন্যদিকে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও সেলফ আইসোলেশনে আছেন। এছাড়া জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজও কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনিও মঙ্গলবার থেকে অসুস্থতা বোধ করছিলেন। বুধবার (৮ এপ্রিল) এই কর্মকর্তাদের কেউই অফিসে যাননি।

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ইতিমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

সর্বশেষ

‘কাটার মাস্টার’ নামটা মুছে দিচ্ছেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক: নামটা নিশ্চয়ই মোস্তাফিজুর রহমানের পছন্দ হওয়ার কথা নয়। এক ‘কাটার’ কখনোই মোস্তাফিজের মানের বোলারের পরিচয় হতে পারে না। ক্যারিয়ারের শুরুতে...