36 C
Dhaka
Thursday, January 21, 2021
No menu items!

১৮ এপ্রিল বসছে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৮ এপ্রিল বসছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগে ২২ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সেই অধিবেশন স্থগিত করা হয়।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপদফায় উল্লেখ আছে- ‘প্রথম সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।’

ফলে সাংবিধানিক বাধ্যবাধকতায় একাদশ সংসদের সপ্তম অধিবেশন বসছে ১৮ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, তাই কীভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে অধিবেশন পরিচালনা করা যায় সে বিষয় নিয়ে পর্যালোচনা চলছে।

এর আগে ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ১৮ এপ্রিল ৬০ দিনের সময়সীমা। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। হতে পারে এক বা দুই দিনের অধিবেশন। এরপর যেহেতু জুন মাসে বাজেট অধিবেশন রয়েছে, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এবারের অধিবেশন হবে।

সর্বশেষ

ঢাকায় পৌঁছেছে করোনার টিকা, দুপুরে হস্তান্তর

নিউজ ডেস্ক : ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করোনা ভাইরাসের টিকা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছে।বাংলাদেশকে উপহার হিসেবে ২০...

মুম্বাই থেকে ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর

নিউজ ডেস্ক: মুম্বাই থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বুধবার আজ (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা...

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। করোনায় আক্রান্ত হলেও তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। ফলে হোম আইসোলেশনেই...

এবার দাদি হারালেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: এই তো গত সপ্তাহে দাদি হারিয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ছয় দিনের মাথায় দাদি হারালেন তারকা ফুটবলার ও বাংলাদেশ...

ভারতে করোনা টিকা নেওয়া এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক: করোনা টিকা নেওয়া এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে ভারতে। দেশটির তেলেঙ্গানা রাজ্যের ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যু বুকে ব্যথার কারণে হয়েছে। তবে তার...