লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম গত রবিবার নিজস্ব অর্থায়নে লৌহজং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৬০টি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের নিরাপত্তায় ব্যবহারের জন্য ৫০টি, প্রশাসনের কাজে ব্যবহার করার জন্য লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের কাছে ৫টি এবং আইনশৃঙখলা রক্ষায় করোনা থেকে ঝুঁকিমুক্ত থাকতে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনকে ৫টি পিপিই হস্তান্তর করা হয়। অ্যাটর্নি জেনারেল তাঁর এক প্রতিনিধির মাধ্যমে এসব পিপিই পাঠান।