লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪ দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ব্যক্তিরা কিছুদিন ধরে সর্দি, জ্বর, গলা ব্যথায় আক্রান্ত হন। খবর পেয়ে গতকাল সোমবার আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিকেল টিম তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এর আগে গত শুক্রবার ২ নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইপিএ-তে পাঠানো হয়েছে। তবে এখনও এ গুলোর রিপোর্ট আসেনি। একই সঙ্গে এসব রোগীর বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এ বিষয়ে এলাকায় সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, নমুনা সংগ্রহ করা করোনা আক্রান্ত সন্দেহভাহনদের রেজাল্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।