শিবগঞ্জে প্রাথমিক শিক্ষক সমাজ ( এস-১২০৪৮) এর মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-10-15 21:39:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (এস-১২০৪৮) এর মিলন মেলা শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৫ অক্টোবর) দুপুরে সহকারী শিক্ষক বকুল কুমার মোহন্তের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি তায়েজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ বগুড়া জেলা শাখা সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক গোলাম কিবরীয়া রয়েল। পনেরটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে আজাদ শিহাব এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুবেল, এমএ করিম, শান্তু শাহীন, এইচ এম সারোয়ার প্রমুখ।