পঞ্চগড়ে পুলিশের উপর হামলা অস্ত্র সহ আটক-৬

প্রকাশ : 2024-03-11 19:14:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

 পঞ্চগড়ে পুলিশের উপর হামলা অস্ত্র সহ আটক-৬

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আটোয়ারী থানা সূূত্রে জানা যায় এঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর¡ আহত হয়। আক্রমণকারিরা মাদকাসক্ত বলে অভিযোগ পুলিশের।

 জানা যায় মাদক বিরোধী অভিযানে তারা এই আক্রমণের শিকার হয় তারা।পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে দেশীয় অস্ত্র সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় আটোয়ারী থানার কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রোববার বিকেলে এস আই দীনবন্ধু রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন গার্লস স্কুল রোডে অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা সহ ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ওরফে মাজেদ (২৪) কে আটক করার চেষ্টা চালায়। এসময় মাজেদের কয়েক জন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, হাতুড়ী ও লোহার রড নিয়ে কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কনস্টেবল জাহাঙ্গীর আলম আরিফুল ইসলাম ওরফে মাজেদ ও তার সহযোগিতাদের হাতে আহত হন। একপর্যায় আহত কনস্টেবল জাহাঙ্গীর আলমের সাহসিকতায় ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম ওরফে মাজেদ (২৪) কালিকাপুর গ্রামের আজিজুল হকের পুত্র সাদিকুল ইসলাম (২৯) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতভর অভিযান পরিচালনা করে ছোটদাপ গ্রামের নজরুল ইসলামের পুত্র কামরুল হাসান নাইস (২৫), একই গ্রামের মৃত: মকবুল হোসেনের পুত্র শাওন তানজিত (৩৮), কালিকাপুর গ্রামের আতাবুল ইসলামের পুত্র মাসুম ইসলাম (২২) ও একই গ্রামের হামরুলের পুত্র লিংকন ওরফে রিংকন (২৩) কে আটক করে পুলিশ। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীরা সকলেই মাদকাসক্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।  হামলার অভিযোগে আটককৃত ৬ যুবক এবং অজ্ঞাত আরো কয়েক জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করে। এরপর আটকৃতদের  সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।