“বজ্রপাতে সতর্কতা ও করনীয় নিয়ে ক্যাম্পেইন আয়োজন করল জি-গ্যাস  

প্রকাশ : 2022-04-19 17:54:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

“বজ্রপাতে সতর্কতা ও করনীয় নিয়ে ক্যাম্পেইন আয়োজন করল জি-গ্যাস  

[ঢাকা ১৯ এপ্রিল, ২০২২] সম্প্রতি নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবস্থিত জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১ এ আয়োজিত হয়ে গেল “বজ্রপাতে করনীয় ও সতর্কতামূলক ক্যাম্পেইন”। 

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে দুই থেকে তিনশ মানুষের প্রাণহানি ঘটে থাকে। সাধারনত এপ্রিল – জুন মাসে বৃষ্টি বেশি হয় সেই সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকে অধিক। উক্ত ক্যাম্পেইন এ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট- ১০১ এ অবস্থিত সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বজ্রপাতের সময় কি কি করনীয় সে সম্পর্কে ট্রেনিং প্রদান করা হয় এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে তা দেখানো হয়।  

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন “জি-গ্যাস তথা এনার্জিপ্যাক সবসময় তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহনে করে আসছে। আমরা আশা করি আমাদের এই উদ্যোগ থেকে অন্যরাও অনুপ্রানিত হবে।“